Apple iPhone 16 এবং iPhone 16 Plus: কিনবেন নাকি আফসোস করবেন?

Apple iPhone 16 এবং iPhone 16 Plus: কিনবেন নাকি আফসোস করবেন?

Apple iPhone 16 এবং iPhone 16 Plus বাজারে আসে 2024-এর 9 September. এই Generation-এর iPhone গুলো নিয়ে এসেছে কিছু Features, যা আপনি চাইলেও Avoid করতে পারবেন না। পুরো 3 বছর পর Apple তাদের iPhone Base Model গুলোর Design পরিবর্তন করেছে, যদিও Pro Model গুলো আগের Legendary Design ধরে রেখেছে। সব মিলিয়ে iPhone 16 Series দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আসুন জেনে নিই iPhone 16 এবং iPhone 16 Plus-এর User Experience.

In this article
Design | Display | Shooters | Battery life | Performance | Miscellaneous

Design

নতুন Design-এর কথা বলতে গেলে প্রথমে বলতে হবে নতুন Camera Module-এর কথা। iPhone-এর 10 বছর পূর্তিকে সামনে রেখে 2017 সালের 3 November Apple প্রথম iPhone X-এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। iPhone X-এর Design বেশিরভাগ মানুষকে আকৃষ্ট করতো। এমনকি এখনো মানুষের হাতে iPhone X-এর দেখা মেলে, যা Apple-কে হয়ত অভিভূত করেছে।

iPhone 16 এবং iPhone 16 Plus-এ নতুন Vertical Camera Module এসেছে, অনেকটা iPhone X-এর মত দেখতে। 2021 সালের 24 September iPhone 13 Series আসার 3 বছর পর এই প্রথম Apple তাদের Base Model iPhone-এর Design-এ পরিবর্তন আনলো। উন্নতমানের Ceramic Shield Coating দেয়া Front Panel-টির Crack এবং Scratch Resist করার ক্ষমতা iPhone 15 Series থেকে আরও বেশি বলে Apple দাবি করে।

iPhone 15 এবং iPhone 15 Plus-এর সাথে iPhone 16 এবং iPhone 16 Plus-এর তেমন কোনো বাহ্যিক পরিবর্তন নেই। Form Factor একদম Same থাকাতে এই iPhone-গুলোর User Experience একই রকম। বহুল আলোচিত Camera Control Button নিয়ে মজার সব ব্যাপারগুলো নিচের আলোচনায় থাকছে।

Display

iPhone 16-এর Display Size হচ্ছে 6.1 Inches (ব্যবহারযোগ্য Screen Area হচ্ছে 6.12 Inches, 2556 x 1179 Pixels, এবং 460 PPI)। অপরদিকে, iPhone 16 Plus-এর Display Size হচ্ছে 6.7 Inches (ব্যবহারযোগ্য Screen Area হচ্ছে 6.69 inches, 2796 x 1290 Pixels, এবং 460 PPI)। যা কিনা একদমই iPhone 15 এবং iPhone 15 Plus-এর সাথে যথাক্রমে মিলে যায়। এই OLED Display-গুলো হচ্ছে Apple-এর Super Retina XDR Display, যার সাথে মিলবে True Tone, P3 Wide Color Gamut, Haptic Touch, 2,000,000:1 Contrast Ratio, 1,000 nits Maximum Brightness, 1,600 nits Peak Brightness (HDR), 2,000 nits Peak Brightness (Outdoor), এবং 1 nit Minimum Brightness যখন iPhone-গুলো Idle অবস্থায় থাকে। 

পুরো iPhone 16 Series-এর সাথে Dynamic Island এসেছে। এছাড়াও, এই Display-তে থাকছে Fingerprint-resistant Oleophobic Coating এবং একই সময়ে বিভিন্ন Language আর Character ব্যবহার করার সুবিধা। 2024-এ এসেও Apple তাদের iPhone 16 এবং iPhone 16 Plus-এর Refresh Rate 60 Hz-এ আটকে রেখেছে। User Experience-এর দিক থেকে, Display-টি খুবই Responsive এবং বাহিরে ব্যবহারে কোনো Issues পাওয়া যায় না। Top Notch Color Accuracy থাকায় যে কোনো Content দেখতে অনেক বেশি Realistic মনে হবে।

Shooters

iPhone 16 Non-pro Model গুলোর Main Camera Module এর নতুন Design মন কেড়ে নিবে অনেকের। একটা Vertical Module-এ Camera 2টি থাকার কারণে Phone Handling আরও সহজ হয়ে যায়। iPhone 12 থেকে iPhone 15 পর্যন্ত Base Model গুলোতে Rectangular Camera Module ছিলো, যা কিনা Back Panel-এর অনেকটা দখল করে রাখতো। Camera Module-এ Scratch এবং Damage হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকতো।  

Main Camera Module

iPhone 15 এবং iPhone 16-এর Base Model-এ 48 MP Wide Angle Main Shooter (f/1.6 এবং 26 mm) একদমই Same থাকছে। অপরদিকে, 12 MP Ultrawide Shooter (13 mm, 120°)-এ ছোট্ট একটু পরিবর্তন রয়েছে। iPhone 16 এবং iPhone 16 Plus-এ 12 MP Ultrawide Shooter-এর Focal Length হচ্ছে f/2.4, যা কিনা iPhone 15 এবং iPhone 15 Plus (Focal Length হচ্ছে f/2.2) থেকে কম Image Stability দিবে এবং 90% সময়ে তা আপনার চোখে পড়ার কথা না। 

এছাড়া থাকছে Dual-LED Dual-tone Flash, HDR, Dolby Vision HDR (Up to 60 FPS), 4K Video Recording @24/25/30/60 FPS, এবং 1080p Video Recording @25/30/60/120/240 FPS.

Selfie Shooter

মজার ব্যাপার হচ্ছে, 2019-এ এসে Apple তাদের iPhone 11 Series-এর Selfie Camera Upgrade করে একটি 12 MP (f/2.2 এবং 23 mm) Wide Angle Shooter দিয়ে, যার শুধুমাত্র Focal Length Upgrade (f/1.9) করা হয়েছে 2022 সালে iPhone 14 Series-এ। iPhone 15 এবং iPhone 16 Series-এ থাকছে মোটামোটি সেই Same 12 MP (f/1.9 এবং 23 mm) Wide Angle Selfie Shooter, সাথে থাকছে SL 3D (Depth/biometries Sensor), HDR, Dolby Vision HDR, 3D Spatial Audio, 4K Video Recording @24/25/30/60 FPS, এবং 1080p Video Recording @25/30/60/120 FPS.

Camera Control Button 

Shooter গুলো মোটামোটি Same থাকলেও, iPhone 16 Series-এর Camera Department-এ নতুন যোগ হয়েছে Camera Control Button, থাকছে iPhone-এর ডানদিকের Frame-এ Power Button-এর নিচের দিকে। যা আসলে কোনো Physical Button নয়, iPhone 8-এর Home Button-এর মতো একটি Solid-state Sensor. Camera Control Button মূলত Photography Settings-এ সাহায্য করে। যখন iPhone Unlocked থাকবে, Camera Control Button-এ একটা Soft Press করলে Camera App-টি চালু হবে।

Camera App চালু হবার পর Camera Control Button-এ আবার Press করলে ছবি তোলা যাবে। Press এবং Hold করে রেখে দিলে Video Recording হতে থাকবে। Camera App-এ থাকা অবস্থায় Camera Control Button-এ Light Press করে Haptic Click Engage করা যায়, এতে করে Camera Control Button দিয়ে Exposure, Depth, Zoom, Cameras, Styles, এবং Tone প্রয়োজনমতো Adjust করা যায় Sliding Interface-এর মাধ্যমে। এছাড়া, Clean Preview Select করে Camera App Use করা যাবে সব Camera App Tools লুকিয়ে ফেলে।

Battery Life

Apple iPhone 16 Non-pro Model গুলোতে আছে 3,561-mAh এবং 4,674-mAh Battery, যা যথাক্রমে আগের Model গুলো থেকে মোটামোটি 6% এবং 6.6% বেশি। এই Non-removable Li-Ion Battery গুলো 25 Watt Wireless (MagSafe), 15 Watt Wireless (China-only), 15 Watt Wireless (Qi2), এবং 4.5 Watt Reverse Wired Charging Support করে। এই Base Model 2টি 0% – 50% পর্যন্ত Battery Charge করতে পারে মাত্র 30 Minutes-এ।

Improved Battery Capacity এবং Apple A18 SoC মিলে iPhone 16 দিবে 22 ঘণ্টা (iPhone 15 থেকে 2 ঘণ্টা বেশি) এবং iPhone 16 Plus দিবে 27 ঘণ্টা (iPhone 15 Plus থেকে 1 ঘণ্টা বেশি) Video Playback করার সুবিধা।

User Perspective থেকে বলতে গেলে, iPhone 16 পুরো ১ দিনের Support দিবে Moderate User-দেরকে। অপরদিকে, আপনি যদি Heavy User হয়ে থাকেন, iPhone 16 Plus-এর Battery Life আপনাকে অবশ্যই অবাক করবে। 

Performance

iPhone 14 এবং iPhone 15 Series-এর Base Model গুলোতে Apple নতুন কোনো Chipset  ব্যবহার করেনি। 2022 সালে, iPhone 14 Base Model গুলোতে Apple ব্যবহার করেছিলো A15 Bionic (5 nm) SoC, যা এসেছিলো iPhone 13 Series-এর Phone গুলোতে। অপরদিকে, iPhone 15 Base Model গুলোতে Apple ব্যবহার করেছিলো A16 Bionic (4 nm) SoC, যা শুধুমাত্র iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এ এসেছিলো 2023 সালে।

Performance-এর দিক থেকে iPhone 16 এবং iPhone 16 Plus নিয়ে Apple কোনো Compromise করে নি। iPhone 16 এবং iPhone 16 Plus-এর জন্য Apple বাজারে আনে Apple A18 (3 nm) SoC. জেনে অবাক হতে পারেন যে, Apple A18 (3 nm) SoC যথাক্রমে 30% এবং 50% Faster CPU Performance দিবে iPhone 15 এবং iPhone 14 Base Model-গুলো থেকে।

এছাড়াও থাকছে 5-Core Integrated GPU, যা কিনা 40% Faster হবে iPhone 15 Series থেকে। এই GPU থেকে খুব সহজে Ray Tracing সুবিধা পাওয়া যাবে iPhone 16 Non-Pro Model গুলোতে। অর্থাৎ, Smooth Gaming-এর জন্য 2024-2025 এ এই iPhone গুলোর কোনো বিকল্প থাকবে না।

AI যুদ্ধে এগিয়ে থাকতেই Apple তাদের iPhone 16 Series-এর জন্য এনেছে একদম নতুন এই SoC, যা কিনা Apple AI-এর জন্য Specially তৈরি করা হয়েছে। এখান থেকে বলা যায় যে, iPhone 16 Series আগামী 3-5 বছর অনায়াসে Impressive Performance দিবে কোনো সমস্যা ছাড়াই। 

Miscellaneous

WiFi 7, Bluetooth 5.3, GPS, UWB Gen 2, এবং Find My via Satellite সুবিধাগুলো সহ iPhone 16 Non-pro Model গুলোতে আছে USB Type-C 2.0, DisplayPort, Face ID, 8 GB RAM, Storage Options (128 GB, 256 GB, এবং 512 GB), এবং অনেক কিছু। 2024-এ এতো কিছু সহ iPhone 16 মাত্র $799 এবং iPhone 16 Plus মাত্র $899-এ পাবেন Apple Store গুলোতে।

Wrapping Up

Apple iPhone 16 এবং iPhone 16 Plus হতে পারে আপনার দৈনিক ব্যবহারের জন্য সব থেকে ভালো Smartphone Option যদি iPhone 16 Pro Model গুলোর Performance, Camera, এবং Design আপনাকে বিমোহিত না করে থাকে। Social Media-এর জন্য Picture তোলা থেকে Apple AI, সবই পাবেন এই iPhone গুলোতে। Future Proof এই iPhone গুলো A18 SoC-এর Performance এবং নতুন Design সহ আপনাকে Updated রাখতে পারবে সামনের বছরগুলোতে।

Comment করে আপনার মতামত জানাতে পারেন। Share করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যদি এই Article আপনার কাছে ভালো লেগে থাকে। আপনার কাছে কোনো Leaks, Rumors, কিংবা Review থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


Xplnrs – Newsletter

Xplnrs – Newsletter

Consider subscribing to our newsletter for more.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *