Leaks: December-এ থাকছে Apple-এর Plan
বছরের শেষদিকে এসে Apple আমাদের কিছু Interesting News দিয়েছে। আমরা জানতে পেরেছি যে Apple কাজ করছে তাদের নতুন কিছু Technology নিয়ে।
Cellular Connectivity পাচ্ছে Macs
Apple খুব Recently জানিয়েছে যে তারা তাদের MacBook এবং iMac গুলোতে Cellular Connectivity আনতে যাচ্ছে। Company-টি বলছে যে তারা এখনও নতুন Cellular Modem নিয়ে “Investigating” পর্যায়ে আছে। আশা করা যায় যে Mac গুলোতে 5G Cellular Modem আসবে 2026-এর শেষ দিকে কিংবা 2027-এর প্রথম দিকে।
এতে করে Mac গুলোতে Wi-Fi কিংবা Hotspot ব্যবহার করে Internet জগতে কাজ করতে হবে না আর। Carrier-supported যে কোনো 5G Plan-এর মাধ্যমে ব্যবহার করা যাবে High-speed Internet সুবিধা।
Apple-এর Cellular Modem
Apple-এর Cellular Connectivity Pipeline নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে Qualcomm 5G Modem বাদ দিয়ে Apple তাদের In-house Custom-build 5G Chip আনতে যাচ্ছে 2025-এর শেষ দিকে। প্রথম পর্যায়ে Apple-build 5G Modem পাবে 2025-এর Entry-level iPads এবং iPhone 17 “Air,” যদি Production-wise সবকিছু ঠিক থাকে। এই Modem-টিতে থাকছে আগের Generation থেকে Faster mmWave Technology এবং Better Sub-6 GHz 5G Speed যা অনেক বেশি Performance দিবে।
সবথেকে চিকন iPhone
2025-এ iPhone 17 Air হতে যাচ্ছে iPhone 16 Pro থেকেও 2 mm চিকন, যা বাজারে আসবে iPhone 17, iPhone 17 Pro, and iPhone 17 Pro Max-এর পাশাপাশি।
iPhone 16 Pro-এর Thickness হচ্ছে 8.25 mm এবং iPhone 17 Air-এর Thickness হবে 6.25 mm-এর আশেপাশে। অবাক করা হলেও সত্যি, iPhone 6-এর Thickness ছিলো 6.90 mm মাত্র। এটা হতে যাচ্ছে Apple-এর Thinnest iPhone, যা কিনা Offer করবে Decent 1-day Battery life, সাথে সাথে Camera Quality এবং Display Quality-তে থাকবে না তেমন কোনো পরিবর্তন। এখান থেকে আরও বলা যায় যে 2025-এ আসবে না পরবর্তী iPhone SE-টি।
Wrapping Up
নতুন বছরে নতুন কিছু নিয়ে আসার কথা সব Technology Company-গুলো ভেবে থাকে। Apple আগামী বছর নতুন কিছু আনতে যাচ্ছে, যার আভাস পাওয়া গেছে Internet জগতের কোণায় কোণায়। আরও জানতে আমাদের সাথে থাকুন।
Comment করে আপনার মতামত জানাতে পারেন। Share করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যদি এই Article আপনার কাছে ভালো লেগে থাকে। আপনার কাছে কোনো Leaks, Rumors, কিংবা Review থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।