Samsung Galaxy S25 Ultra: নতুন করে কি আসতে যাচ্ছে?

Samsung Galaxy S25 Ultra: নতুন করে কি আসতে যাচ্ছে?

Samsung Galaxy S25 Ultra অনেকগুলো নতুন Features নিয়ে আসবে সামনের বছর। আগামী January 2025-এর 4th Week থেকে February 2025-এর 2nd Week-এর মধ্যে Samsung Officially জানিয়ে দিতে পারে Galaxy S25 Series-এর কথা। অনেক Leaks এবং Rumors ঘিরে আছে এই Galaxy S25 Device গুলো নিয়ে। দেখে নেওয়া যাক Galaxy S25 Ultra কি নিয়ে আসছে আমাদের জন্য।

In this article
Design | Display | Shooters | Battery Life | Performance | Miscellaneous

Design

Samsung Galaxy S25 Ultra আসবে একদম নতুন Exterior Design নিয়ে। সামনের Glass Panel থাকবে না Curved দেখতে এবং Corner গুলো আরও বেশি গোলাকার হবে। অনেকটা Boxy-shape-এর এই Phone হাতে নিয়ে Use করতে খুবই Comfortable মনে হবে।

Galaxy S25 Ultra-এর Frame নতুনভাবে Polish করা Grade 5 Titanium দিয়ে তৈরি। Screen Size (162.8 x 77.6 x 8.2 mm)-এর দিকে খেয়াল করলে দেখা যাবে যে Galaxy S24 Ultra (162.3 x 79 x 8.6 mm) থেকে Phone টি 0.4 mm Slim হবে। Camera Ring গুলো আরও Wider এবং Thicker হবে, অনেকটা Samsung Galaxy Z Fold 6-এর মত।

Galaxy S25U-এর সাথে S Pen অবশ্যই থাকবে। 2022 সাল থেকে Galaxy S-series এ Ultra Variant-এর সাথে S Pen আসছে। 2025-এ S Pen এর Exterior এ তেমন improvement চোখে না পরলেও Improve করা হয়েছে User Experience. নতুন Gestures এবং Features আসবে Galaxy AI-এর সাথে।

Display

এখন আসি Display নিয়ে কথা বলতে, Samsung Galaxy S25 Ultra আসছে Larger Display নিয়ে, 6.9-inch. এই Display-তে থাকছে Galaxy S24 Ultra এর মত Anti-reflection Coating. এই LTPO Display তে আরও থাকবে QHD+ resolution (3088 x 1440 pixels), Variable Refresh Rate (1 Hz – 120 Hz), 3,000 nits Peak Brightness, এবং Screen-to-body ratio (90.3 %), যা কিনা এক অন্য রকম Viewing Experience দিবে। Samsung সব সময়ই তাদের Display Technology-এর জন্য সবার থেকে এগিয়ে।

Shooters

এবার Galaxy S25 Ultra আসবে একদম নতুন 50 MP Ultra-wide Shooter নিয়ে, সাথে থাকবে 1/2.52″ Optical Format, এবং f/1.9 Aperture. এছাড়া, Galaxy S24 Ultra-এর মত থাকবে 200 MP Main Shooter, 10 MP 3x Telephoto Shooter, 50 MP 5x Telephoto Shooter, এবং 12 MP Selfie Shooter.

এই Department-এ Samsung এবার সব থেকে বেশি Focus দিয়েছে Software-এর দিকে। পাওয়া যাবে Enhanced Image Processing এবং AI Editing Features-এর মত দারুণ সব Technology গুলো।

Battery Life

Galaxy S25U আরও বেশি Screen Time নিয়ে আসবে বলে জানা গেছে। যদিও Battery Capacity থাকবে 5,000 mAh, নতুন SoC এবং এই SoC-এর Performance Efficiency এর জন্য User-রা পেতে যাচ্ছে Improved Battery Life, আশা করা যায় Screen Time Galaxy S24 Ultra থেকে মোটামোটি 1 Hour কিংবা 1.5 Hours বেশি হবে। 45 Watt Fast Charging এর পাশাপাশি 25 Watt Fast Wireless Charging এবং 5 Watt Reverse Wireless Charging থাকছে। Samsung বলেছে Galaxy S25 Ultra 35 Minutes-এ 0%-65% পর্যন্ত Battery Charge করতে পারবে, যা কিনা Moderate User-দের জন্য অনায়াসে পুরো দিনের Support দিবে।

Performance

Galaxy S25 Series নিয়ে Samsung এর আসল Goal হচ্ছে Performance Improve করা এবং Galaxy AI-কে Efficient করা। Improved Battery Life এবং Enhanced Image Processing সম্ভব Enough Performance ব্যবস্থার মাধ্যমে। Samsung তাদের Galaxy S25 Series-এর জন্য Brilliant কিছু Hardware এবং Software নিয়ে কাজ করেছে।

Hardware

Galaxy S25 Series-এর জন্য Samsung বেছে নিয়েছে 3-nm Qualcomm Snapdragon 8 Elite (Snapdragon 8 Gen 4, বাজারে এসেছে: October 2024) SoC. Qualcomm Snapdragon 8 Elite SoC-তে থাকছে 2 টি High-performance এবং 6 টি Medium-performance Phoenix Cores, যার Maximum Frequency হবে 4.32 GHz-এর আশেপাশে, যেটা আগের Generation থেকে 44% CPU এবং 40% GPU Efficiency দিবে।

এতে করে Single-core এবং Multi-core এর Performance Improve হবে 45% আর Web Browsing এর ক্ষেত্রে 62% Quick Response দেখা যাবে। Multimodal Gen AI Assistance-এর জন্য বিশেষভাবে এই SoC-টিতে থাকছে Hexagon NPU, যা কিনা আগের Generation থেকে 45% Improved Performance দিতে পারবে।

2022 এ এসে Samsung তাদের In-house SoC, Exynos, নিয়ে কাজ করা স্থগিত রাখে। অনেকগুলো Source জানিয়ে দিয়েছে যে Galaxy S25 Series-এর সাথে Exynos 2500 SoC থাকবে। খুব Recently, Galaxy S25 Series-এর জন্য SM-S938U Model Number এর সাথে Qualcomm Snapdragon 8 Elite-এর Geekbench 6 Scores বিভিন্ন Website এ দেখা যায়, Scores: Single-core: 3,212 এবং Multi-core: 10,318, অর্থাৎ Samsung তাদের Galaxy S25 Device গুলোর জন্য Exynos SoC নিয়ে আপাতত কাজ করছে না।

Software

Samsung OneUI 7.0 Release হবে Mid-2025 এর দিকে। OneUI 7.0 সর্ব প্রথম আসবে Galaxy S25 Series এ, অর্থাৎ OneUI 7.0 বিশেষভাবে Galaxy S25 Device গুলোর জন্য Optimized থাকবে। অপরদিকে, Android 15 (আসতে যাচ্ছে October 2025-এ), যার Features এবং OneUI 7.0 মিলে S25U হতে পারে 2025 এর সব থেকে জনপ্রিয় Smartphone.

Miscellaneous

অন্য সব Latest এবং Greatest Features-এর সাথে Samsung Galaxy S25 Ultra-তে থাকছে Al-enhanced Wi-Fi 7 সুবিধা। Galaxy S25 Series-এ থাকতে পারে 16 GB RAM. Storage Option বেছে নেওয়া যাবে 256 GB, 512 GB, কিংবা 1 TB Variant-এর মধ্য থেকে।

Standard Color Options: Titanium Black, Titanium Yellow, Titanium Gray, Titanium Violet, Titanium Green, Titanium Blue, এবং Titanium Orange. এছাড়াও কিছু Special Color Options থাকবে যা কিনা মূলত Region-wise পাওয়া যাবে, সেগুলো হচ্ছে: Titanium Black/Blue, Titanium Jade Green, এবং Titanium Pink Gold.

Galaxy S25 Ultra-এর জন্য Samsung আপনাকে Charge করবে $1299.99 (256 GB), $1419.99 (512 GB), এবং $1659.99 (1 TB).

Wrapping Up

Samsung Galaxy S25 Ultra হতে যাচ্ছে 2025 এর সব থেকে আলোচিত Smartphone. উপরে Discuss করা Leaks এবং Rumors থেকে বোঝা যায় Samsung তাদের Focus রেখেছে User Experience এবং Performance-এর উপর। Galaxy S25 Ultra নিয়ে আরও জানতে চোখ রাখুন এই Article-এ। Galaxy S25 Series-এর Exclusive Hands-on Review পেতে সাথে থাকুন।

Comment করে আপনার মতামত জানাতে পারেন। Share করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যদি এই Article আপনার কাছে ভালো লেগে থাকে। আপনার কাছে কোনো Leaks, Rumors, কিংবা Review থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


Xplnrs – Newsletter

Xplnrs – Newsletter

Consider subscribing to our newsletter for more.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *