PlayStation Portable: Sony-এর নতুন গেমিং Console

PlayStation Portable: Sony-এর নতুন গেমিং Console

PlayStation Portable, নতুন একটি Handheld Gaming Console, নিয়ে Sony কাজ করছে বলে জানা গেছে। আসুন দেখে নিই কি থাকছে Sony-এর Portable Handheld Gaming Console-এ।

Overview

Gaming দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আমাদের সমাজে। সব ধরনের মানুষ আজকাল Gaming নিয়ে ব্যস্ত থাকে। Mobile Gaming-এ প্রচুর মানুষ তাদের অবসর সময় দিচ্ছে। বাচ্চাদের কথা বাদ দিলে, কাজের মধ্যে একটু সময় পেলে ছোট্ট কোনো Quest Complete করতে নেমে যাচ্ছে বড়রাও। কিন্তু, Mobile Games গুলো PC/Console Games এর মত এতোটা Interesting এবং Exciting হয় না। অপরদিকে, সব সময় Gaming PC/Console-এ Gaming করাটাও একটু কষ্টসাধ্য। 

এসব দিক মাথায় রেখে Nintendo Switch বরাবরই Portable Gaming Console হিসেবে Gamer-দের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে। Nintendo বছরের পর বছর ধরে Portable Gaming Console জগতে প্রভাব বিস্তার করে আসছে।

Sony’s Portable Console

Gaming Industry যেভাবে Expand করছে তাতে Gaming শুধুমাত্র PC/Console-এ আটকে থাকবে না। এই সব দিক বিবেচনা করে Sony এবার কাজ করছে নতুন একটি Handheld Gaming Console নিয়ে। Bloomberg জানিয়েছে যে, Sony-এর Portable Gaming Console দিয়ে PlayStation 5-এর Games গুলো On-the-go খেলা যাবে যে কোনো সময় যে কোনো জায়গায়। ঐ Report-এ এটাও বলা হয়েছে যে, Prototype এই Console-টি এখনও Development-এর “Early Stage” এ আছে। Console-টির Features নিয়ে Sony এখনও তেমন কিছু বলেনি।

Probable Release Date

Sony-এর এই Portable Gaming Console বাজারে আসতে আরও 1-2 বছর সময় লাগতে পারে। অন্যদিকে, যেহেতু এই Console-টি বানানো হচ্ছে PlayStation Portal-এর উপর Base করে। এতে Gaming-এর জন্য Actual Console থেকে Internet-এর মাধ্যমে Streaming করার দরকার হবে না, প্রতিটা Game খেলা যাবে Portable Console থেকে। 

Sony চাচ্ছে তাদের এই Gaming Console-টি Nintendo Switch-এর সাথে বাজারে  Compete করবে। যদি তাই হয়ে থাকে, আশা করা যায় Sony-এর Portable Console-টি 2025-এর মাঝামাঝি সময় আসবে, কেননা Nintendo Switch 2-এর Release Date 2025-এর শুরুর দিকে রাখা হয়েছে।

Wrapping Up

Sony-এর Portable Gaming Console-টি আধুনিক কালের Gamer-দের জন্য একটি Dream Console হতে যাচ্ছে। Intense Gaming আর আটকে থাকবে না PC/Console-এর মধ্যে, খেলা যাবে যখন তখন, যেখানে সেখানে। এই Console-টি সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন।

Comment করে আপনার মতামত জানাতে পারেন। Share করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যদি এই Article আপনার কাছে ভালো লেগে থাকে। আপনার কাছে কোনো Leaks, Rumors, কিংবা Review থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।


Xplnrs – Newsletter

Xplnrs – Newsletter

Consider subscribing to our newsletter for more.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *